পঞ্চশীল প্রার্থনা পালি

প্রথমে বুদ্ধ বন্দনা
বুদ্ধং বন্দামি, ধম্মং বন্দামি, সঙ্ঘং বন্দামি।
দুতিয়ম্পি- বুদ্ধং বন্দামি, ধম্মং বন্দামি, সঙ্ঘং বন্দামি।
ততিয়ম্পি- বুদ্ধং বন্দামি, ধম্মং বন্দামি, সঙ্ঘং বন্দামি।
ভিক্ষু বন্দনা
ওকাস বন্দামি ভন্তে দ্বারত্তযেন কতং সব্বং অপরাধং খমতু মে ভন্তে।
দুতিয়ম্পি- ওকাস বন্দামি ভন্তে দ্বারত্তযেন কতং সব্বং অপরাধং খমতু মে ভন্তে।
ততিয়ম্পি – ওকাস বন্দামি ভন্তে দ্বারত্তযেন কতং সব্বং অপরাধং খমতু মে ভন্তে।
পঞ্চশীল প্রার্থনা
ওকাস অহং ভন্তে ত্রিসরণেন সহ পঞ্চসীলং ধম্মং যাচামি অনু¹হং কত্বা সীলং দেথ মে ভন্তে।
দুতিয়ম্পি- ওকাস অহং ভন্তে ত্রিসরণেন সহ পঞ্চসীলং ধম্মং যাচামি অনু¹হং কত্বা সীলং দেথ মে ভন্তে।
ততিয়ম্পি- ওকাস অহং ভন্তে ত্রিসরণেন সহ পঞ্চসীলং ধম্মং যাচামি অনু¹হং কত্বা সীলং দেথ মে ভন্তে।
এরপর ভিক্ষু বলবেন
ভিক্ষু- যমহং বদামি তং বদেথা ( একজন হলে বদেহি)
গৃহী-  আম ভন্তে।
ভিক্ষু- নমোতস্স ভগবতো অরহতো সম্মাসম্বুদ্ধস্স।
গৃহী- নমোতস্স ভগবতো অরহতো সম্মাসম্বুদ্ধস্স। (তিনবার)

এরপর ত্রিশরণ ভিক্ষুর সাথে সাথে বলতে হবে
বুদ্ধ সরণং গচ্ছামি,
ধম্মং সরণ গচ্ছামি,
সঙ্ঘং সরণং গচ্ছামি ।
দুতিযম্পি- বুদ্ধ সরণং গচ্ছামি,
দুতিযম্পি- ধম্মং সরণ গচ্ছামি,
দুতিযম্পি- সঙ্ঘং সরণং গচ্ছামি ।
ততিয়ম্পি- বুদ্ধ সরণং গচ্ছামি,
ততিয়ম্পি- ধম্মং সরণ গচ্ছামি,
ততিয়ম্পি- সঙ্ঘং সরণং গচ্ছামি ।

ভিক্ষু- তিসরণ গমনং সম্পন্নং।
গৃহী-  আম ভন্তে।

১.    পানাতি পাতা বেরমণী সিক্খাপদং সমাদিয়ামি।
২.    আদিন্নদানা বেরমণী সিক্খাপদং সমাদিয়ামি।
৩.    কামেসু মিচ্ছাচারা বেরমণী সিক্খাপদং সমাদিয়ামি।
৪.    মুসাবদাবেরমণী সিক্খাপদং সমাদিয়ামি।
৫.    সুরা মেরেয় মজ্জ পমাদট্ঠানা বেরমণী সিক্খাপদং সমাদিয়ামি।
ভিক্ষু-  সাধু, সাধু, সাধু, ইমং তিসরণেন সহ পঞ্চসীলং ধম্মং সাধুকং সুরক্খিতং কত্বা অপ্পমাদেন সীলং সম্পাদেথ।

পঞ্চশীল প্রার্থনা বাংলা
গৃহী  : ভন্তে, অবকাশ করুন, সংসার দুঃখ থেকে মুক্তিলাভ, নির্বাণ সাক্ষাৎ করার উদ্দেশ্যে কর্মও কর্মের বিপাককে শ্রদ্ধা করে আমি ত্রিশরণসহ পঞ্চশীল ধর্ম প্রার্থনা করছি; ভন্তে অনুগ্রহপূর্বক আমাকে শীল প্রদান করুন। দ্বিতীয়বার.....। তৃতীয়বার......। ভিক্ষু একধিক হলে সঙ্ঘো বলবেন।

ভিক্ষু : আমি যা বলি,তুমি তা বল। 
গৃহী:হ্যাঁ ভদন্ত।
ভিক্ষু : সেই ভগবান অর্হৎ সম্যক সম্বুদ্ধকে নমস্কার করছি।
গৃহী : সেই ভগবান অর্হৎ সম্যক সম্বুদ্ধকে নমস্কার করছি। (তিনবার)।
ভিক্ষু : বুদ্ধের শরণ গ্রহণ করছি ধর্মের শরণ গ্রহণ করছি, সংঘের শরণ গ্রহণ করছি।
দ্বিতীয়বার.....
। তৃতীয়বার...।

ভিক্ষু : ত্রিশরণ গ্রহণ সম্পন্ন হল। 
গৃহী : হ্যাঁ ভদন্ত।
পঞ্চশীলের বাংলা
১। প্রাণী হত্যা হতে বিরত থাকার শিক্ষাপদ গ্রহণ করছি।
২। অদত্ত বস্তু গ্রহণ বা চুরি করা থেকে বিরত থাকার শিক্ষাপদ গ্রহণ করছি।
৩। অবৈধ কামাচার থেকে বিরত থাকার শিক্ষাপদ গ্রহণ করছি।
৪। মিথ্যা বাক্য বলা থেকে বিরত থাকার শিক্ষাপদ গ্রহণ করছি।
৫। প্রমত্ততার কারণ সুরা মৈরেয় দ্রব্য সেবন করা থেকে বিরত থাকার শিক্ষাপদ গ্রহণ করছি।
ভিক্ষু ঃ আচ্ছা, ত্রিশরণসহ পঞ্চশীল ধর্ম উত্তমরূপে রক্ষা করে অপ্রমত্তভাবে সম্পাদন কর।
গৃহী : হ্যাঁ ভদন্ত।