প্রশ্নঃ- কিভাবে আমাদের চলা উচিত?
লিখেছেনঃ- ইলা মুৎসুদ্দী
--------------------------------

অতীতে একসময় বোধিসত্ত্ব সপুত্রক হিমালয়ে
তাপস-জীবন যাপন করেন। যৌবন সমাগতে
তাপসকুমার হিমালয়ের নির্জনে রমিত হতে না
পেরে লোকালয়ে এসে বসবাস করতে ইচ্ছুক
হন।লোকালয়ে কিভাবে বাস করা উচিত সে
বিষয়ে আপন পুত্রকে উপদেশ প্রসঙ্গে
বোধিসত্ত্ব বলেন-

১. কায়-বাক্য-মনে দুষ্কৃতহীন ব্যক্তিকে আপন
জননীর মত সেবা করবে।

২. ধার্মিক নিরহঙ্কারী বিশুদ্ধকর্মী
প্রজ্ঞাবানেরই সেবা করবে।

৩. যার চিত্ত কপিচিত্তের মত চঞ্চল,
হরিদ্রাবর্ণের মত সহজে পরিবর্তনশীল এবং
সামান্য ব্যাপারে আসক্ত ও বিরক্ত হয়,
নির্জনে থাকতে হলেও তেমন ব্যক্তির সেবা
করবে না।

৪. বিজ্ঞ ব্যক্তির কুপিত সর্প ও বিষ্ঠালিপ্ত
রাজপথ এবং যানারোহীর বিষম রাস্তা
বর্জনের ন্যায় তুমি দূর হতে মূর্খকে ত্যাগ
করবে।

৫. মূর্খের সঙ্গে অধিক মেলামেশায় অনর্থ
বর্ধিত হয়। শত্র“সদৃশ মূর্খ হতে দূরে থাকবে।

৬. তাত! আমার উপদেশ পালন করবে। মূর্খ
সংসর্গ অত্যন্ত দুঃখদায়ক। কখনো মূর্খসঙ্গ
করো না।

অর্থকথা-জগতে সর্বপ্রকার ভয় উপদ্রব ও
উপসর্গ কেবল মূর্খ হতেই উৎপন্ন হয়।